ছুটিশেষে শেয়ারবাজারে প্রথম লেনদেন আজ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে সোমবার (২৪ এপ্রিল) খুলছে দেশের দুই শেয়ারবাজার। এদিন উভয় বাজারে লেনদেন ও অফিস শুরু হবে পুরোনো সূচিতে।

পুরোনো সূচি অনুসারে, অফিস সময় শুরু হবে সকাল ৯টায়, শেষ  হবে বিকেল সাড়ে ৪টায়। আর শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে দুপুর ২টা ২০ মিনিটে। তার সঙ্গে ১০ মিনিট থাকবে পোস্ট ক্লোজিং। সব মিলে শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

এর আগের রমজান মাসে শেয়ারবাজারে লেনদেন হয় সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত। তার সঙ্গে ১০ মিনিট ছিল পোস্ট ক্লোজিং সেশন। অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন হয়েছিল।