জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘জ্বালানী তেলের দাম বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত হয়নি, হলে আমরা সিদ্ধান্ত নেবে। সরকারের দৃষ্টিকোণ হলো সাধারণ মানুষের যাতে কষ্ট কম হয়। বেশি বাড়লে তাদের উপর কিছুটা চাপাতে হয়। নইলে সরকারই বহন করে। এটি নিয়ে সিদ্ধান্ত হলে আমরা বলতে পারব।’

শেয়ারবাজারের বিষয়ে তিনি বলেন, ‘শেয়ারবাজার যেগুলো নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন হবে। বাজেট যেটি ঘোষণা করলাম সেটি কার্যকর হবে কবে থেকে? এখনও বাস্তবায়ন শুরু হয়নি। এটি বাস্তবায়ন শুরু হবে আরও পরে। আমি মনে করি পুঁজিবাজারে পুরো বাজেটে অনেক কিছু আছে। আমাদের অর্থনীতি অনেক ভালো ভাবে চলছে। প্রত্যেকটি ধারায় আমরা বিশ্বের মধ্যে তুলনা করলে আমরা অনেক ভালো আছি। পূঁজিবাজার উঠানামা স্বাভাবিক নিয়ম। তবে এটি ভালো ভাবে চলুক সেটি আমাদের সবার চাহিদা।’

আমাদের দেশে বিভিন্ন দেশের মানুষ কাজ করেন, এতে কতো টাকা দেশের বাইরে যায়, জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, ‘এটি আমিও জানতে চাই। মূলত এগুলোর সাথে এক্সটপোর্ট সেক্টর জড়িত। এর সাথে বিদেশী লোকজন লাগবে। কোন স্টাবলিস প্রতিষ্ঠানকে মালামাল পাঠাতে হলে তাদের পরিচিত লোকজন লাগবে। আমাদের তেমন এক্সপার্ট ছিল না। এখন আমরা জানি মার্কেটিং কিভাবে করতে হয়, বাকি সব কিভাবে করতে হয়। বিদেশীরা থাকায় আমরা সেটি শিখতে পেরেছি। যারা এক্সপোর্ট বেইজ প্রতিষ্ঠান চালািয় তারা বলেন এগুলো লাগবে। আমাদের রেমিট্যান্স অনেক বাড়বে।