জ্বালানি সংকটে রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদন খরচ বেড়েছে ৪০%

ভোক্তাকণ্ঠ ডেস্ক: গত ৫ আগস্ট মধ্য রাতে অন্যান্য জ্বালানির সঙ্গে শিল্প-কারখানায় ব্যবহৃত ডিজেলের দর এক লাফে সাড়ে ৪২ শতাংশ বাড়ানো হয়।

 শিল্পোদ্যোক্তারা জানান, দিনে চার থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং এবং জ্বালানি তেলের দর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ। মোট উৎপাদনও কমেছে অন্তত এক-তৃতীয়াংশ।

অন্যদিকে রাশিয়া- ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক কারণে রপ্তানি আদেশ এমনিতেই কিছুটা কম। গত ফেব্রুয়ারি থেকেই বিশ্ববাজারে এই অবস্থা চলছে। তবে রপ্তানি খুব একটা কমেনি। জ্বালানি তেলের দর বৃদ্ধির প্রভাব পড়ার আগেও রপ্তানি বৃদ্ধির হার ছিল ৩৬ শতাংশ। জ্বালানির দর বৃদ্ধির কারণেই হঠাৎ রপ্তানি নেতিবাচক ধারায় নেমে আসে।