টাকার মান আরও কমলো

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ডলারের বিপরীতে টাকার মান আরও কমাল বাংলাদেশ ব্যাংক। 

মঙ্গলবার প্রতি ডলারে ৫ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক দর ঠিক করা হয়েছে ৯২ টাকা। 

সোমবার একদিনে রেকর্ড ২ টাকা ৫ পয়সা অবমূল্যায়ন হয় টাকার। 

সব মিলিয়ে চলতি অর্থবছর প্রতি ডলারের দর বেড়েছে ৭ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৪৯ শতাংশ।

এদিকে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক কয়েকটি ব্যাংকের কাছে আরও ১২ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে। সব মিলিয়ে চলতি অর্থবছর বিক্রির পরিমাণ দাঁড়ালো ৬৬১ কোটি ২০ লাখ ডলার।