নদীতে প্রচুর ইলিশ মাছ, জেলেদের মুখে হাঁসি

ভোলা প্রতিনিধি

নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরার উৎসবে মেতে উঠেছেন জেলেরা। নদীতে প্রচুর মাছ পাওয়াতে তাদের মুখে হাঁসি ফুটেছে।

সোমবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে নদীতে যেতে শুরু করেছেন তারা।

ভোলা সদরের তুলাতলী ও ভোলার খালসহ বিভিন্ন ঘাট ঘুরে দেখা যায়, জমে উঠেছে মাছের আড়ৎ। শুরু হয়েছে ইলিশ কেনা-বেচা। প্রচুর ইলিশ ধরা পড়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মৎস্যজীবীরা। ঘাটে জেলে, পাইকার ও আড়ৎদারদের হাকডাকে মুখরিত ইলিশের আড়ৎ।

তুলাতলীর জেলে হমিদ বলেন, আজ প্রথমদিন আমরা সাত জেলে নদীতে মাছ শিকারে গিয়েছি।২৭০০ টাকার মাছ ভাগে পেয়েছি। প্রথমদিন ভালোই মাছ ধরা পড়ছে।

করিম শেখ বলেন, ২২ দিন মাছ ধরা বন্ধ ছিল, আজ মাছ শিকারে গিয়েছি। জালে ঝাঁক ঝাঁকে মাছ ধরা পড়ছে। এভাবে মাছ ধরা পড়লে আমাদের সংকট থাকবে না।

তুলাতলীর মনজুর আলম বলেন, মোটামুটি ভালো ইলিশ ধরা পড়ছে, এ অবস্থা থাকলে জেলেরা ঘুরে দাঁড়াতে পারবেন।

জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, ইলিশ অভিযান সফল হওয়াতে এবার মাছের উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে। জেলেরাও কিছুটা লাভের মুখ দেখবে।