পেঁয়াজ ইস্যুতে কৃষক-ভোক্তা উভয়ের স্বার্থ দেখছে সরকার

ভোক্তাকন্ঠ ডেস্ক: পেঁয়াজের দামের বিষয়ে সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থের বিষয়টি দেখছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (১৬ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, কৃষকরা যেন অন্তত ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি ও দেশের মানুষ যেন প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকায় কিনতে পারেন সেটি আমরা দেখছি।

বর্ডার হাট প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেছিলাম। আশা করছি তিন-চারটি প্রস্তাব দেব। মিজোরামে গিয়েও আলোচনা হয়েছে। ছোট রাজ্য হলেও তারা এটি খুব পজিটিভলি দেখছে। প্রধানমন্ত্রী বলেছেন এটি নিয়ে দ্রুত কাজ করতে।

তিনি জানান, ইউক্রেন ও ভারত থেকে আমদানি বন্ধ হওয়ার পর আমরা চেষ্টা করছি আরও অন্তত পাঁচটি গম উৎপাদনকারী দেশের সঙ্গে যোগাযোগ করতে। যেখান থেকে গম আমদানি করা সম্ভব হবে।