বাণিজ্য বন্ধ থাকলেও পার হতে পারবেন পাসপোর্টধারী যাত্রী

বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আজ বুধবার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

তবে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও এ পথে পাসপোর্টধারী যাত্রীদের এপার-ওপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ভারতীয় ব্যবসায়ীদের আহ্বানে বুধবার সকাল থেকে বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে মাছ রপ্তানির মধ্য দিয়ে সব ধরনের বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হবে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সুত্র: যুগান্তর/ এমএস