ঈদের আগেই সরকারি সহায়তা পৌঁছাবে মোবাইলে

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া এবং অসহায় মানুষদের কষ্ট লাগবে প্রায় ৩৫ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। যা আসন্ন ঈদুল ফিতরের আগেই পৌঁছে যাবে প্রাপকের মোবাইলে। 

সহায়তার আওতায় প্রত্যেক পরিবার এককালীন দুই হাজার ৫০০ টাকা করে পাবে। ৩৪ লাখ ৯৭ হাজার পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছে মোট ৯০০ কোটি টাকা।  

এর আগে গত বছর এক হাজার ২৫৮ কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করে সরকার। তবে পৌনে ৯০০ কোটি টাকা খরচের পর অনিয়মের অভিযোগে কর্মসূচিটি স্থগিত করা হয়। 

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ৮ এপ্রিল অর্থ বিভাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য প্রস্তাবনা পঠিয়েছে। প্রস্তাবনাটি অনুমোদন পেলেই কার্যক্রম শুরু হবে।