শেয়ারবাজারে দরপতন

ভোক্তাকণ্ঠ ডেস্ক: শেয়ার বিক্রির চাপে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (৮ মে) দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। দিনভর সূচক ওঠানামা শেষে এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৭ দশমিক ৭১ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭ দশমিক ৫৩ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (৭ মে) সূচক বৃদ্ধির পর আজ দরপতন হলো। এর আগের দিন বুধবারও দরপতন হয়েছিল।

ডিএসইর তথ্য মতে, আজ মোট ১৬ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৫৯৬টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭৫৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা। এর আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৮৪৬ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। 

এদিন আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭১ পয়েন্ট কমে ৬ হাজার ২৬১ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৬১ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে ২ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসই ৩০ সূচক।

ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৪টি কোম্পানির। কমেছে ৬৫টির ও অপরিবর্তিত রয়েছে ২২৫টি কোম্পানির শেয়ারের দাম। 

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার। তৃতীয় স্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্লের শেয়ার। তারপর শীর্ষ ১০ এ ছিল যথাক্রমে– ইস্টার্ন হাউজিং, একমি ল্যাবরেটরিজ, অগ্নি সিস্টেমস, লাফার্জ হোলসিম, ইন্ট্রাকো রিফুয়েলিং, আমরা নেটওয়ার্কস, ইউনিক হোটেল এবং জেনেক্স ইনফোসেস লিমিটেডের শেয়ার। 

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৭ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৪৪টির ও অপরিবর্তিত রয়েছে ৯৩টির দাম। 

দিন শেষে সিএসইতে ১০ কোটি ১০ লাখ ১৪ হাজার ৫৬৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।