সূচক বাড়লেও কমেছে লেনদেন

ভোক্তাকন্ঠ ডেস্ক: দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ২২ পয়েন্ট।

এর ফলে বুধবার (২৩ মার্চ) দরপতনের পর আজ পুঁজিবাজার ইতিবাচক প্রবণতায় ফিরেছে। সূচক বাড়লেও এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারে দাম ও লেনদেন কমেছে।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার বাজারে ৩৮৯টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৪৬৮টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৭১টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার দিনেও ডিএসইর প্রধান সূচক ২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে দশমিক ৩৪ পয়েন্ট। তবে ডিএস-৩০ সূচক কমেছে ২ দশমিক ৬৯ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৮২৯ কোটি ৫৯ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮৬৩ কোটি ২০ লাখ ১ হাজার টাকার শেয়ার।

ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, সোনালী পেপার, ফারইস্ট ইসলামী লাইফ, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, বিডিকম, বেক্সিমকো ফার্মা ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৮২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।

এ বাজারে ২০ কোটি ১১ লাখ ১৯ হাজার ৯৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬ কোটি ৮৪ লাখ ৫৬ হাজার ৭১৭ টাকার শেয়ার।