গুলশান-বনানী এলাকায় ব্যাংক বন্ধ আজ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঢাকা-১৭ সংসদীয় আসন গুলশান-ক্যান্টনমেন্ট এলাকায় উপ-নির্বাচন এবং সারাদেশে সাতটি পৌরসভা, উপজেলা পরিষদ ও ৪০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে আজ। এ উপলক্ষে এসব নির্বাচনী এলাকায় আজ (সোমবার) ব্যাংক বন্ধ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১২ জুলাইয়ের প্রজ্ঞাপন মোতাবেক সোমবার জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ গুলশান-ক্যান্টনমেন্ট শূন্য আসনে উপ-নির্বাচন ও সাতটি পৌরসভার (পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবীদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা) সাধারণ নির্বাচন; একটি উপজেলা পরিষদের শূন্য পদের (রাজশাহী জেলার বাঘা উপজেলা) উপনির্বাচন; ২৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ১১টি ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে আজ (সোমবার) এসব নির্বাচনী এলাকায় অবস্থিত সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ গুলশান-ক্যান্টনমেন্ট নির্বাচনী এলাকায় অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয় (যদি থাকে) এর অত্যাবশ্যকীয় বিভাগসমূহ সীমিত পরিসরে খোলা থাকবে।