রমজানে পুঁজিবাজারে লেনদেনের সময় পরিবর্তন

ভোক্তাকণ্ঠ ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার বিএসইসির বিএসইসির সহকার পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, মঙ্গলবার থেকে সকাল সাড়ে ৯টায় শুরু হবে লেনদেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে সকাল সাড়ে ৯টায় পুঁজিবাজারের লেনদেন শুরু হবে। যা বিরতিহীন ভাবে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। পোস্ট-ক্লোজিং সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত।

রমজান মাস শেষে লেনদেন আগের নিয়মে চলবে বলেও জানানো হয়েছে।