শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে তিতাস গ্যাস

ভোক্তাকণ্ঠ ডেস্ক: তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেডের প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে।

বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেডের ২০২২-২৩ অর্থবছরের ৪২তম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন তিতাস বোর্ডের চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম।

সভায় জানানো হয়, আলোচ্য অর্থবছরে কোম্পানির কর পরবর্তী ক্ষতির পরিমাণ ১৬৫ দশমিক ১৪ কোটি টাকা এবং প্রতিটি ১০.০০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ক্ষতি হয়েছে ১.৬৭ টাকা অর্থাৎ Earning Per Share EPS (-) ১.৬৭ টাকা। কোম্পানির ক্ষতি হওয়া সত্ত্বেও শেয়ার হোল্ডারবৃন্দের স্বার্থ বিবেচনায় ৪২তম বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রতিটি ১০.০০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

সভায় কোম্পানির পরিচালকমন্ডলী ও শেয়ারহোল্ডারবৃন্দ অংশগ্রহণ করেন।