এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে ফলাফল প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, এবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। পাস করাদের মধ্যে ছেলে ২০ হাজার ৮১৩ জন ও মেয়ে ২৮ হাজার ৩৮১ জন। ছেলেদের পাসের হার ৪২ দশমিক ৩১ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, লিখিত পরীক্ষায় ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন রাফসান জামান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে সর্বোচ্চ ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর ৮৮।

তিনি বলেন, পাস করাদের মধ্যে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন চার হাজার ৩৫০ জন। এর মধ্যে ছেলে ভর্তির সুযোগ পাবেন এক হাজার ৫৭ জন (৪৫ শতাংশ) এবং মেয়ে ভর্তির সুযোগ পাবেন দুই হাজার ৩৯৩ জন (৫৫ শতাংশ)।

জাহিদ মালেক বলেন, এবার সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। এর মধ্যে ছেলে ৬৪ হাজার ২৬৪ জন (৪৬.২৬৪ শতাংশ) এবং মেয়ে ৭৪ হাজার ৯৫৩ জন (৫৩.৮৪ শতাংশ)। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ৩৫ হাজার ৮১৩ জন। যা মোট আবেদনকারীর ৯৭ দশমিক ৫৬ শতাংশ।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. শহিদুল্লাহ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ উপস্থিত ছিলেন।

গত শুক্রবার (১০ মার্চ) দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভ্যানুতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে চার হাজার ৩৫০টি৷ ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার ৭৭২টি।

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১২ জন শিক্ষার্থী।

সরকারি মেডিকেল কলেজে মেধা তালিকায় ভর্তি হতে পারবেন তিন হাজার ৩৮৪ শিক্ষার্থী। এছাড়া জেলা কোটায় ৮৪৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন এবং উপজাতি কোটায় ৩১ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।