দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ২০২৩ সালের দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। এসএসসির সঙ্গে মিল রেখে আগামী ৩০ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। চলবে ২৫ মে পর্যন্ত।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ রুটিন প্রকাশ করা হয়।

এর আগে দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড।

প্রকাশিত রুটিন‌ অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২০২৩ সালের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর দিন অর্থাৎ ৩০ এপ্রিল বাংলা কুরআন মাজিদ ও তাজভীদ, ০২ মে আরবি প্রথম পত্র, ০৩ মে আরবি দ্বিতীয় পত্র, ০৭ মে গণিত, ০৮ মে আকাইদ ও ফিকহ, ০৯ মে বাংলা প্রথম পত্র, ১০ মে বাংলা দ্বিতীয় পত্র, ১১ মে হাদিস শরিফ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া, ১৪ মে ইংরেজি প্রথম পত্র, ১৬ মে ইংরেজি দ্বিতীয় পত্র, ১৬ মে রসায়ন, ১৭ মে মানতিক, উর্দু, ফারসি, পৌরনীতি ও নাগরিকতা, কৃষি শিক্ষা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।