নবীনদের পদচারণায় মুখোরিত জবি ক্যাম্পাস

নুসরাত জাহান সুচী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬ তম আবর্তনের অরিয়েন্টেশন হয়েছে আজ। নতুনদের আগমনে মুখোরিত জবি ক্যাম্পাস। দূরদূরান্ত থেকে এসেছে শিক্ষার্থীরা। করোনা মহামারীর জন্য দেরিতে হলেও ক্যাম্পাসে এসে উচ্ছাসিত শিক্ষার্থীরা। নতুন ক্যাম্পাস, নতুন ক্লাসরুম,নতুন নতুন ফ্রেন্ড সব মিলিয়ে যেন উচ্ছ্বাসের কমতি নেই কারো মাঝে। নবীনদের বরণ করতে ক্যাম্পাস ও সাজানো হয়েছে নতুন ভাবে।

পলিটিকাল সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী নিপু বলেছেন, ‘ক্যাম্পাস কেমন হবে, র‍্যাগ দেওয়া হবে কিনা, সবার সাথে মানায় নিতে পারব কিনা সবকিছু নিয়ে অনেক টেনশনে ছিলাম।কিন্তু ক্যাম্পাসে আসার পর সবার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগছে। শিক্ষকদের শিক্ষার্থীবান্ধব আচরণে নতুন করে পথচলার অনুপ্রেরণা পেয়েছি।’

সব মিলিয়ে তারুণ্যের উৎসবে মেতেছে জবি ক্যাম্পাস। ঢাকার ভিতরে কোন রুটে কোন বাস যায় তা নিয়ে ও আগ্রহের কমতি নেই শিক্ষার্থীদের মাঝে।

তবে অভিভাবকদের অনেকের মুখে দেখা গেছে চিন্তার ছায়া। হল না থাকায় অনেক শিক্ষার্থীকেই ভুগতে হচ্ছে আবাসন সমস্যায়। একমাত্র ছাত্রী হলে এখনই সিট পাচ্ছেন না নতুন শিক্ষার্থীরা।