সংঘর্ষে ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত: অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে দুই দিনে ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মঈনুল হোসেন।

বুধবার (২০) দুপুরে তিনি তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

মঈনুল হোসেন বলেন, ‘গত দুই দিনে আমাদের আনুমানিক দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে শতাধিক শিক্ষার্থীকে আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।’

আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের তিন জন শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় ছিল। তাদের অবস্থা উন্নতির দিকে। আইসিইউতে চিকিৎসাধীন মোশাররফের চিকিৎসার ব্যয়ভার প্রধানমন্ত্রী বহন করবেন। তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা তার সঙ্গে গতকাল কথা বলেছি, তার অবস্থা উন্নতির দিকে। আর দুই জন হাসপাতালে ভর্তি আছে। একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল। সেও উন্নতির দিকে আছে। আমরা আশা করছি, তারা সুস্থ হয়ে উঠবে।’

অপর এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘গতকাল আমরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছিলাম যে, আপনারা আপনাদের পক্ষকে নিয়ন্ত্রণ করেন, আমরা আমাদের ছাত্রদের নিয়ন্ত্রণ করি। মারামারি থামুক, তারপর আলোচনায় বসি। আপনারা তো দেখেছেন যে আলোচনার জন্য গিয়েছিলাম, কিন্তু ইট পাটকেল খেয়ে ফেরত আসলাম এবং আমাদের সহকর্মীরা আহত হয়েছেন।’