বাজারে বাড়ছে পেঁয়াজের ঝাঁজ

নিজস্ব প্রতিবেদক:

হাঠৎ করেই কয়েক দিনের ব্যবধানে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে যে বিক্রি হয়েছে প্রতিকেজি ৩৫ টাকায়, এখন বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। প্রতি কেজিতে পেঁয়াজে দাম বেড়েছে ২০ টাকা। প্রতিনিয়ত এই দাম বাড়ছেই।

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজের পাইকারি মূল্য গত দিনের চেয়ে ৩-৪ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও পাইকারি মূল্য গত সপ্তাহের তুলনায় ১৫-২০ টাকা বৃদ্ধি পেয়েছে।

পেঁয়াজের সঙ্গে নিয়মিত পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে কাঁচা বাজার পূণ্য, সবজি, চাল-ডাল, মাছ-মাংস কিংবা রসুনসহ সকল ধরনের দৈনন্দিন বাজারের মূল্য। বৃদ্ধি পাচ্ছে বাসা ভাড়া, পানি বিল, বিদ্যুৎ বিল কিংবা গ্যাসের মত দৈনন্দিন (ব্যাবহিত) জিনিসের মূল্য।

মূল্য বৃদ্ধির হিড়িকে জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারের কর্তাদের।

কারওয়ান বাজারের এক ক্রেতার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, বেতনের সিংহভাগ অংশ বাসা ভাড়াসহ মৌলিক প্রয়োজন মেটাতে গিয়ে ব্যায় হয়ে যায়। পরিবারে খাবারের জোগান দিতে প্রায় ব্যর্থ হতে হচ্ছে। ছেলে-মেয়েদের চাহিদা পূরণে বাবা হিসেবে নিজেকে ব্যর্থ মনে হয়।’

এসময় তিনি ভোক্তা কণ্ঠকে জানায়, সরকারিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে সচেতন হওয়া জরুরি হয়ে পড়ছে। এখনি এর লাগাম টেনে ধরতে হবে। অন্যথায় দেশের এক শ্রেণির মানুষকে অনাহারে দিন কাটাতে হবে৷

গত সপ্তাহে যেখানে প্রতি কেজি পেঁয়াজের মূল্য ছিলো ৩৫-৩৮ টাকা, সেখানে এই সপ্তাহে ৫২-৫৫ টাকা। হটাৎ এক সপ্তাহে মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ২০ টাকা। এর কারণ জানতে একাধিক পাইকারী ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হওয়ায় পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও পেঁয়াজ আমদানি বন্ধ থাকাটাকেও মূল্য বৃদ্ধির বড় কারণ হিসেবে দেখছেন পাইকারী বিক্রেতারা৷

একাধিক ক্রেতা এবং বিক্রেতার সূত্রে জানা যায়, পেঁয়াজের মূল্য আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মো. রাকিব/আরইউ