এলপিজির নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না

ভোক্তাকন্ঠ ডেস্ক: প্রতি মাসে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে দেয় জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু বাজারে সেই দামে এলপিজি (তরল পেট্রোলিয়াম গ্যাস) মিলছে না। সর্বশেষ ৩ ডিসেম্বর নতুন দর ঘোষণা করা হয়। কিন্তু বাজারে তার প্রভাব নেই। স্থানভেদে ২০ থেকে ১২০ টাকা পর্যন্ত দাম বেশি নেওয়া হচ্ছে। দু-একটি জায়গায় ন্যায্য দামে মিলছে এলপিজি।

চলতি মাসের জন্য এলপিজির ১২ কেজি সিলিন্ডারের নির্ধারিত দর ১২২৮ টাকা। তবে গ্রাহককে সর্বোচ্চ ১৩৫০ টাকায়ও কিনছে হচ্ছে। ঢাকাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। খুচরা বিক্রেতারা বলছেন, ডিলারদের কাছ থেকে যে দামে কেনা হয়, তার সঙ্গে পরিবহন ও অন্যান্য খরচ যোগ করে সরকার নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হয় না। ব্যবসায় টিকে থাকতেই দাম বেশি নিতে হচ্ছে। পাইকারি পর্যায়েই দাম কমাতে হবে। না হলে নির্ধারিত দামে গ্যাস বিক্রি সম্ভব নয়। দাম বেশির পাশাপাশি ওজনে কম দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।