নির্মাণাধীন তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন একটি তাপবিদ্যুৎকেন্দ্রে রড বাঁধার সময় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে রুরাল-নরিনকো পাওয়ার কোম্পানি লিমিটেড (আরএনপিএল) নামে এক তাপবিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম মো. শামীম মিয়া (৩০)। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার রামকেশব গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।

আরএনপিএলের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল করিম বলেন, ‘নিহত ওই শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠান জেমস ইঞ্জিনিয়ারিংয়ের শ্রমিক। তিনি সরাসরি আমাদের শ্রমিক নন। যত দূর জানি, ওই শ্রমিক বিদ্যুৎকেন্দ্রের সীমানাপ্রাচীরের রড বাঁধার সময় বিদ্যুতায়িত হন। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সায়মা সুলতানা বলেন, ওই শ্রমিককে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তবে তাঁর শরীরে ঝলসে যাওয়া বা পুড়ে যাওয়ার কোনো চিহ্ন ছিল না।

কলাপাড়া থানার উপপরিদর্শক মো. জাকির হোসেন জানান, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ওই শ্রমিকের লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।