‘সরকারের সাশ্রয়ী নীতিতে বিদ্যুৎ উৎপাদন কিছুটা কমেছে’

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘ভবিষ্যতের কথা ভেবে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। সরকারের এ নীতির কারণে বিদ্যুৎ উৎপাদন কিছুটা কমেছে। এতে সবাই কম-বেশি ভোগান্তির মধ্যেও পড়েছেন।’

বুধবার রাতে প্রতিমন্ত্রী নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোষ্টে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘কোভিড শেষ না হতেই ইউক্রেন যুদ্ধ। আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানির অবিশ্বাস্য দাম বেড়েছে। উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। প্রভাব পড়ছে আমাদের উপরেও।’

লোডশেডিং এর কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের আশ্বস্ত করতে চাই, এই সংকট বেশি দিন থাকবে না। সবার সাময়িক কষ্টের জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।’

নসরুল হামিদ বলেন, ‘শিল্পে চাহিদা বেড়ে গেছে। আমাদের সে জায়গাটি গুরুত্ব দিতে হচ্ছে। ফলে আবাসিকে বিদ্যুতের কিছু লোডশেডিং বাড়াতে হয়েছে। সব সমস্যা সাময়িক। আগামীতে বিশ্ব বাজারে জ্বালানির দাম কমলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’