২৪ ঘণ্টা শিল্প কারখানায় গ্যাস সরবরাহ শুরু

ভোক্তাকন্ঠ ডেস্ক: শিল্পে গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার থেকে আবার আগের মতো ২৪ ঘণ্টা শিল্প কারখানায় গ্যাস দেওয়া হচ্ছে। সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।

১১ এপ্রিল দিনে ৪ ঘণ্টা শিল্প-কারখানায় গ্যাসের ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল পেট্রোবাংলা; যা ১২ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিনের জন্য কার্যকর হবে বলে সে সময় জানানো হয়।

সিদ্ধান্ত অনুসারে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চার ঘণ্টা শিল্প গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ ছিলো। আজ থেকে আবার আগের মতো ২৪ ঘণ্টা শিল্প কারখানায় গ্যাস দেওয়া শুরু হয়েছে।