সৌর বিদ্যুৎ উৎপাদনে গবেষণা প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন বৃহস্পতিবার

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সৌর বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা বিষয়ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৫ ডিসেম্বর ২০২২ পত্রের সূত্রে গৃহীত ‘Development of a solar based electricity model for public universities of Bangladesh and its advocacy for solar PV electricity promotion’ শীর্ষক গবেষণা প্রকল্পের মাঠ পর্যায়ে কার্যক্রম উদ্বোধন করা হবে বৃহস্পতিবার।

ওইদিন বেলা ১১টার দিকে ইউজিসি ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির ছাত্তার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান এবং কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।

এতে সভাপতিত্ব করবেন ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রকৌশল বিভাগের ডিন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ও প্রকল্প প্রধান অধ্যাপক ড. এম শামসুল আলম।