রাজধানীর যেসব এলাকায় এক সপ্তাহ লোডশেডিং হবে

ভোক্তাকণ্ঠ ডেস্ক : ট্রান্সফরমার প্রতিস্থাপন কাজের জন্য আগামী ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি এলাকায় লোডশেডিং হবে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রামপুরা সুপার-গ্রিড উপকেন্দ্রে পিজিসিবির গ্রিড ট্রান্সফরমারের ক্যাপাসিটি বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সফরমার প্রতিস্থাপনজনিত কাজের জন্য ডিপিডিসির কিছু এলাকায় লোড সরবরাহ আংশিক কমে যাবে। ফলে ডিপিডিসির আওতাধীন বনশ্রী, মাদারটেক, মগবাজার, তেজগাঁও, মালিবাগ, মহানগর প্রজেক্ট, বাগিচারটেক, ঝিলপাড়, জাহাজ-বিল্ডিং, ও তৎসংলগ্ন এলাকা, মালিবাগ বাজার, কুনিপাড়া, বড় মগবাজার, দিলু রোড, মধুবাগ, নয়াটোলা, পেয়ারাবাগ, ডাক্তারগলি, বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও তৎসংলগ্ন এলাকা, সিপাহীবাগ, পূর্ব মাদারটেক, নন্দীপাড়া, দক্ষিণ গোড়ান, বৌদ্ধমন্দির, মায়াকানন, মুগদা, ওয়াপদাগলি, মান্ডা ঝিলপাড়, মানিকনগর, কাজিরবাড়ি, আদর্শপাড়া, কদমতলা, দক্ষিণ বনশ্রীর আংশিক, গ্রিন মডেল ব্লক-এ ও তৎসংলগ্ন এলাকা, নিউমার্কেট, কাকরাইল, কারওয়ান বাজার, গ্রিন রোড, আজিমপুর, বিএসএমএমইউ, পরীবাগ ও তৎসংলগ্ন এলাকা,ঢাকা বিশ্ববিদ্যালয়, সুপ্রিমকোর্ট, ঢাকা মেডিকেল ও তৎসংলগ্ন এলাকায় লোডশেডিং হতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য ডিপিডিসি কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত। যেকোনো সমস্যার জন্য গ্রাহকদের ১৬১১৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।