করোনায় এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ৭৭.২ শতাংশ

ভোক্তাকন্ঠ ডেস্ক: দেশে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু পাল্লা দিয়ে বাড়ছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, দেশে গত এক সপ্তাহে (২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সময়ে ) করোনায় মৃত্যু বেড়েছে ৭৭.২ শতাংশ। একইসঙ্গে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৮.৬ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫০১ জনের; মৃত্যু হয়েছে ৩১ জনের।

সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে প্রকাশিত এপিডেমিওলজিকাল প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশে তিন লাখ ১৬ হাজার ৪৪৪ জনের নমুনা পরীক্ষায় এক লাখ ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে (১৭ জানুয়ারি- ২৩ জানুয়ারি) দুই লাখ ৫৫ হাজার ৪৫৫টি নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৪২৫ জন। এতে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ৪৮ দশমিক ৬ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশে করোনায় ১৪০ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৭৯। সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু বেড়েছে ৭৭ দশমিক ২ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।