ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৬৫ জন, মৃত্যু ২

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬৫ জন। একই সময়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগী ৬৫ জনের মধ্যে ঢাকায় ৫১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৪ জন।

সারাদেশে সর্বমোট ৩২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৪৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২ হাজার ৮১২ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট দুই হাজার ৩৬১ এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৪৫১ জন।

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ২ হাজার ৪৭৮ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট দুই হাজার ১১১ এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৩৬৭ জন। আর চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়েছে।