১৫ দিনে হাসপাতালে ভর্তি ৫৮১ ডেঙ্গু রোগী

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বৃষ্টির সঙ্গে বাড়তি আর্দ্রতা; এমন আবহাওয়া এডিস মশা বিস্তারের জন্য সহায়ক। ফলে রাজধানীসহ সারাদেশে বাড়ছে মশার বিস্তার।

চলতি মাসের প্রথম ১৫ দিনেই ৫৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আর গত জানুয়ারি থেকে আজ শনি পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৭০ জন। এর মধ্যে ১ হাজার ৪৫৬ জনই ঢাকা মহানগরের। এর বাইরে দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ২০২২ সালের ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্যে এসব বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টার তথ্যে বলা হয়েছে, ঢাকায় নতুন ডেঙ্গু রোগী ৫৪ জন এবং ঢাকার বাইরে ৬ জন।

চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৪৪৯জন। এখনো হাসপাতালে ভর্তি আছে জন।
ঢাকার সরকারি – বেসরকারি হাসপাতাল ভর্তি রোগী সংখ্যা ২২০জন। এর মধ্যে ঢাকায় ১৭৬ জন ঢাকার বাইরে ৪৪ জন।

আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে একজন। তিনি ঢাকা মহনগরের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে কারও ডেঙ্গু হয়নি। আর ঢাকার পর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরপর যথাক্রমে রয়েছে খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ।