৩০ লাখ টিকা আসছে ঢাকায়

১৯ জুলাই মডার্নার ৩০ লাখ টিকা আসছে ঢাকায়। বাংলাদেশকে দেওয়া কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের উপহার এটা।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা গ্রহণ করবেন।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ১৭ জুলাই এক টুইটে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলোকে ভ্যাকসিন সরবরাহে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ।

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২৫ লাখ মডার্নার টিকা উপহার দেয় গত ২ জুলাই। দ্বিতীয় দফায় ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে। এ নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ৫৫ লাখ মডার্নার টিকা উপহার দিচ্ছে।