৪ হাসপাতাল বন্ধ করে দিলো স্বাস্থ্য অধিদপ্তর

ভোক্তাকণ্ঠ ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের চলমান অভিযানে আরও ৪ হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (২৯ আগস্ট) ঢাকায় দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অনিবন্ধিত হাসপাতাল, ডায়গনিস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধে ঢাকাসহ সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তর এ অভিযান চালায়।

বন্ধ করা হাসপাতালগুলো হলো, খিলগাঁও জেনারেল হাসপাতাল, খিদমাহ লাইফ কেয়ার, সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল, এবং মাতুয়াইলের কনক জেনারেল হাসপাতাল।

দুপুর ১টায় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান অভিযান চালিয়ে নিবন্ধন না থাকায় খিলগাঁও রেলগেট এলাকায় খিলগাঁও জেনারেল হাসপাতাল বন্ধ করে দেন। তবে এসময় হাসপাতালটিতে চারজন রোগী ভর্তি থাকায় বন্ধ করার জন্য ২৪ ঘণ্টা সময় দেয় অধিদপ্তর।