চিংড়িতে ক্ষতিকর ‘ম্যাজিক বল’ব্যবহার

চিংড়ির মধ্যে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর কৃত্রিম ম্যাজিক বল। খানজু মিয়া নামের এক মাছ বিক্রেতা এমন অসৎ কাজ করছিলেন।

ঝালকাঠির বড় বাজারে চিংড়ির মধ্যে ক্ষতিকর কৃত্রিম ‘ম্যাজিক বল’ ব্যবহার করে ওজনে কম দেয়ায় তাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।খানজু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত খানজু মিয়া জরিমানার টাকা পরিশোধ করে আদালত থেকে মুক্তি লাভ করেন। এসময় বাজারে অবস্থানরত সব মাছ বিক্রেতাকে সঠিকভাবে ভেজালমুক্ত মাছ বিক্রির জন্য সচেতনতামূলক নির্দেশনা দেন ইউএনও।

Related posts: