ডিসেন্ট পেস্টি শপকে বিএসটিআই’র ৫০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর ধানমন্ডিতে অনিয়মের অভিযোগে ডিসেন্ট পেস্টি শপকে দুটি আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে রোববার সাতমসজিদ রোডের ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট (টোস্ট) পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ধানমন্ডির সাতমসজিদ রোডের ডিসেন্ট পেস্টি শপকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে ওই প্রতিষ্ঠানকে ২৫ হাজার জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) এ এন এ ফরহাদ হোসেন ও পরিদর্শক (মেট) মো. মাছুদুল হক।