মিরপুরে বিএসটিআই’র অভিযান

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর মিরপুরে অভিযানে পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে সোমবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সবকটি ডিসপেন্সিং ইউনিট সঠিক এবং কাগজপত্র হালনাগাদ থাকায় দারুসসালাম রোডের আল মাহমুদ ফিলিং স্টেশনকে ধন্যবাদ জানানো হয়।

পরে একই থানায় অবস্থিত ‘কিউরিয়াস’ ও ‘জেন্টল পার্ক’কে, বিএসটিআই’র সিএম সনদ হালনাগাদ না থাকায় হালনাগাদের বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. ফরহাদ হোসেন ও পরিদর্শক (মেট্রোলজি) এস এম মাহফুজার রহমান।

-এসআর