অবশেষে ঊর্ধ্বমুখী ঢাকার শেয়ারবাজার

ভোক্তাকণ্ঠ প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনেদেনে কিছুদিন ধরে অস্থিরতা দেখা দিলেও আজ শেয়ারবাজার ছিলো ঊর্ধ্বমুখী। ৩২৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৩১টির বা ৭০ শতাংশের দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে।

অস্থিরতার শঙ্কার কারণে অনেক বিনিয়োগকারী শেয়ার ছেড়ে দেওয়ার চেষ্টাও করছেন।  যদিও উত্থান শুরু হয়েছে গতাকালের শেষভাগ থেকে।  আর আজ বাজার মূল্য সূচকে বড় ধরনের অস্থিরতা দেখা গেছে লেনদেনের প্রথম ঘণ্টায়।

সাড়ে ১০টায় শুরুর পর দিনের লেনদেনের প্রথম ভাগে লেনদেন শুরুর পর সেকেন্ডের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল মূল্য সূচক।  মাত্র চার মিনিটের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স গতকালের তুলনায় ১ শতাংশ বেড়ে ৪২০১ পয়েন্ট পার হলেও মাত্র ১০ মিনিটের মধ্যে সূচকটি ৫৫ পয়েন্ট বেড়ে ৪২১১ পয়েন্ট ছাড়ায়।  এরপর বৃহৎ মূলধনী কোম্পানির শেয়ার কিনে সূচকের পতন ঠেকিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান।  লেনদেন শুরুর প্রথম ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় ঊর্ধ্বমুখী ধারা পুনরায় ফিরে আসতে দেখা গেছে শেয়ারবাজারে।

মঙ্গলবারের লেনদেনের প্রথম ঘণ্টায়ও এমন অস্থিরতা ছিল।  তবে সেদিনও শেষ পর্যন্ত বড় উত্থান দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছিল।