আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষন দেবেন প্রধানমন্ত্রী

অনলােইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ করোনাভাইরাস ও দেশের সার্বিক পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সচিবালয়ে এ তথ্য নিশ্চিত করেন।

‘সরকার করোনা প্রতিরোধে সচেতন ও প্রস্তুত’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিশেষজ্ঞ ও চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে যখন যে ব্যবস্থা নেওয়া দরকার, তখন সেটা নেওয়া হবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দ্যেশে ভাষণ দেবেন। সবার প্রতি অনুরোধ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন, সরকারের প্রতি আস্থা রাখুন। যখন যেটা বলতে হবে আর যখন যেটা করতে হবে, সেটা যথা সময়েই করা হবে। প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার, জাতির উদ্দ্যেশে ভাষণে এসে সেসব করণীয় সম্পর্কে অবশ্যই জাতিকে জানাবেন।’

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় চিকিৎসকদের প্রয়োজনীয় সরঞ্জাম নেই বলে অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নেই- এই কথাটা ঠিক নয়, ঘাটতি আছে। তবে সংগ্রহ করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। সব কিছুর জন্য সরকারের সর্বাত্মক চেষ্টা আছে।

উল্লেখ্য যে, সোমবার পর্যন্ত দেশে মোট ৩৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে ।