এডিসের লার্ভা পাওয়ায় ডিএনসিসি এলাকায় ২২টি মামলা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশার লার্ভা পাওয়ায় ২২টি মামলায় দুই লাখ ৫৮ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ আগস্ট) ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়ে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং নগরবাসীকে এডিস মশা নিধন এবং ডেঙ্গু ও
চিকুনগুনিয়া প্রতিরোধে ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়।

ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ৪৭ হাজার ২০০০টাকা,
২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ১ লাখ ১৫ হাজার টাকা,
৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ৫০ হাজার টাকা,
৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৪ হাজার টাকা,
৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট যতন মার্মা পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ১০ হাজার ২০০ টাকা,
৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ১০ হাজার টাকা,
৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ২০ হাজার টাকা এবং ১০ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শহিদুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোট ২২টি মামলায় ২ লক্ষ ৫৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।