দেশে ফিরেছেন ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক

সিনিয়র করেসপন্ডেন্ট

দেশে ফিরেছেন ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক।

বুধবার (৯ মার্চ) দুপুর ১২টা ১ মিনিটে তাদের বহনকারী তার্কিশ এয়ারের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দুপুরে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফির্সাস অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, বুধবার ভোর ৩টায় তারা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোমানিয়া থেকে রওনা দেন।

এদিকে ২৮ নাবিক-ক্রু দেশে ফেরার খবরে স্বজনদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। বাংলার সমৃদ্ধি জাহাজের প্রদান প্রকৌশলী মো. ওমর ফারুক তুহিনের ছোটভাই ওমর শরীফ তুষার বলেন, দুপুরে আমরা বড়ভাই দেশে ফিরছেন। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। বড় ভাইয়ের স্ত্রী-সন্তানসহ আমরা সবাই থাকবো বিমানবন্দরে।

বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক-ক্রুরা হলেন- জি এম নুর ই আলম, মো. মনসুরুল আমিন খান, সেলিম মিয়া, রমা কৃষ্ণ বিশ্বাস, মো. রুকনুজ্জামান রাজিব, ফারিয়াতুল জান্নাত তুলি, ফয়সাল আহমেদ সেতু, মোহাম্মদ ওমর ফারুক, সৈয়দ আসিফুল ইসলাম, রবিউল আউয়াল, সালমান সরওয়ার সামি, ফারজানা ইসলাম মৌ, মো. শেখ সাদি, মো. মাসুদুর রহমান, মো. জামাল হোসাইন, মোহাম্মদ হানিফ, মো. আমিনুর ইসলাম, মো. মহিন উদ্দিন, হোসাইন মোহাম্মদ রাকিব, সাজ্জাদ ইবনে আলম, নাজমুল উদ্দিন, মো. নজরুল ইসলাম, সরওয়ার হোসাইন, মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ হোসাইন, মো. শফিকুর রহমান, মো. আতিকুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।