দেশে টিকার আওতায় প্রায় দেড় কোটির মতো মানুষ

১ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৭৫৮ জন মানুষ কভিড-১৯ টিকার আওতায় এসেছে বলে জানিয়েছেন
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান। টিকার আওতায় প্রায় দেড় লাখের মতো মানুষ
যাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯৩ লাখ ৯৮ হাজার ৮২৯ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৬৭ হাজার ৯২৯ জন।

প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষের সংখ্যা ৫৬ লাখ ৯৩ হাজার ১৭২ আর নারী ৩৭ লাখ ৫ হাজার ৬৫৭ জন।
দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৮১ হাজার ৪৯৮ আর নারী ১৫ লাখ ৮৬ হাজার ৪৩১ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন ১ কোটি ১ লাখ ২৬ হাজার ৯৪০ জন মানুষ।
চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৭ লাখ ৪২ হাজার ১৮৬ জন মানুষ।
ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫৩ হাজার ৪২৩ জন এবং মডার্নার টিকা নিয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ২০৯ জন।

সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৫২৬ জন করোনা টিকার জন্য নিবন্ধন হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর । টিকার আওতায় প্রায় দেড় লাখের মতো মানুষ
ভ্যাকসিন ডিপ্লোয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক এর মতে,  সব ভ্যাকসিনই ভালো।

আরও পড়ুন:[কোনো সংশয় নেই, সব ভ্যাকসিনই ভালো Voktakantho]

সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৫২৬ জন করোনা টিকার জন্য নিবন্ধন হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর ।
ভ্যাকসিন ডিপ্লোয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক এর মতে,  সব ভ্যাকসিনই ভালো।