বন্যায় দেশে ৩৬ জনের মৃত্যুঃস্বাস্থ্য অধিদপ্তর

সিনিয়র করেসপন্ডেন্ট
দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। এরই মধ্যে দেশে ডায়রিয়া, সর্প দংশন, পানিতে ডুবা ও আঘাতজনিত কারণসহ নানা রোগে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

একইসঙ্গে পানিবাহিত বিভিন্ন রোগে ২ হাজার ৯৩৪ জন আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।