মুভমেন্ট পাসের প্রয়োজন নেই ১৮ পেশার মানুষের

করোনাভাইরাস সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করেছে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন। তবে মুভমেন্ট পাস এর ব্যবস্থা করেছে পুলিশ, শুধুমাত্র জরুরী প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে যে, এই ‘মুভমেন্ট পাস’ কাদের জন্য প্রযোজ্য হবে এবং কাদের জন্য নয়।

পুলিশ সদর দপ্তর থেকে আরও বলা হয়েছে, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এই বিধিনিষেধের আওতামুক্ত। তাদের ‘মুভমেন্ট পাস’ এর প্রয়োজন নেই। তারা শুধুমাত্র পরিচয় পত্র প্রদর্শনী কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।

আওতামুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান গুলো হল:

চিকিৎসক, নার্স, মেডিকেল স্টাফ, কোভিড-১৯ টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ, ব্যাংকার, ব্যাংকের অন্যান্য স্টাফ, সাংবাদিক, গণমাধ্যমের ক্যামেরাম্যান, টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী, বেসরকারি নিরাপত্তাকর্মী, জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী, অফিসগামী সরকারি কর্মকর্তা, শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, ডাকসেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা ও বন্দর-সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা।

এছাড়া পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা পর্যন্ত মুভমেন্ট পাস ওয়েবসাইটে সাত কোটি ৮১ লাখ হিট হয়েছে। সে হিসেবে, প্রতি মিনিটে হিট হয়েছে ২১ হাজার ৩৩৭ বার। তবে তাদের সবাই পাসের জন্য আবেদন করেননি।

গত দুই দিনে তিন লাখ ১০ হাজার জন ব্যক্তি মুভমেন্ট পাসের জন্য আবেদন করেন। তাদের মধ্যে দুই লাখ ৫০ হাজার জনের মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।