লকডাউনে সরকারি অফিসের কাজ চলবে ভার্চুয়ালি

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে ১ জুলাই থেকে কঠোর লকডাউন পালিত হচ্ছে। তাই চলমান লকডাউনের মধ্যে সরকারি অফিসের দাফতরিক কাজগুলো ভার্চুয়ালি পরিচালনা করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ।

আজ রোববার (১১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দেয়া হয়। এই নির্দেশনা দিয়ে সব মন্ত্রণালয়, বিভাগের সিনিয়র সচিব, সচিবদের কাছে চিঠির মাধ্যমে নির্দেশনা পাঠানো হয়।

সরকারি অফিসের দাফতরিক কাজ গুলো ই-নথি, ই-টেন্ডার, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপের মতো ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া নির্দেশনায় বলা হয়, ‘করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণ বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। দেশের বর্তমান এ পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে।’