লঞ্চশূন্য সদরঘাটে আটকা হাজারো যাত্রী

ভাড়া বৃদ্ধির দাবি না মানায় যাত্রীবাহী লঞ্চ অভ্যন্তরীণ নৌপথে না চালানোর ঘোষণা দিয়েছে লঞ্চ মালিকেরা। হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ায় লঞ্চঘাটে এসে আটকা পড়েছেন হাজারো যাত্রী।

শনিবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে এমন চিত্র দেখা যায় লঞ্চঘাটে।

লঞ্চশূন্য হয়ে আছে সদরঘাট টার্মিনাল। টার্মিনালে কোনো লঞ্চ নেই। লঞ্চের অপেক্ষায় রয়েছেন অনেক যাত্রী। আবার কেউ কেউ বিকল্প ব্যবস্থা খুঁজছেন।

লঞ্চ না পেয়ে হাতাশা প্রকাশ করেছেন যাত্রীরা। অনেকে আবার আহাজারি করছেন।

সদরঘাটে এসে ভোগান্তিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরাও।

হঠাৎ লঞ্চ বন্ধ করে দেওয়ার কারণ জানতে চাইলে লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের সিদ্ধান্ত কালকেই ছিল। সরকার আমাদের দাবি না মানায় আজ দুপুর ১২টা থেকে তা কার্যকর করা হয়েছে।

যাত্রীদের আটকা পরার বিষয়ে তিনি বলেন, সরকার যদি যখন তখন লঞ্চ বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে, আমরা কেন পারব না। করোনার মধ্যে আমাদের অনেক ক্ষতি হয়েছে, সরকার আমাদের এক টাকাও লোন, প্রণোদনা দেয়নি। আমাদের স্টাফদের বেতন দিতে হয়। আমাদের কথা তো কেউ ভাবে না। তাহলে আমরা কেন সবার কথা ভাবব?