হঠাৎ বৃষ্টিতে বইমেলায় ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য দিনের মতো খুলেছিল সবগুলো স্টল, প্যাভিলিয়ন। মেলায় দর্শনার্থীরাও এসেছিলেন। দর্শনার্থী ও পাঠকের পদচারণায় জমে উঠেছিল বইমেলা। তবে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন বইমেলায় আসা পাঠক-দর্শনার্থী ও বিক্রেতারা।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর থেকেই আকাশে হালকা মেঘ দেখা যায়। বিকেল সাড়ে ৪টার পর হঠাৎ নামে বৃষ্টি।

এসময় মেলায় আসা দর্শনার্থী-পাঠক ও স্টলের কর্মীদের মাইকে সচেতন করতে থাকে মেলা কর্তৃপক্ষ। বৃষ্টি নামার পর কোনো কোনো স্টলে সাজানো বই একেবারে নামিয়ে ফেলা হয়, আবার কোনো স্টলে কেবল পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। তবে বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে সব স্টলেই বই গুটিয়ে ফেলতে দেখা যায়।

পূর্বপ্রস্তুতি না থাকায় মেলায় ভোগান্তিতে পড়েন দর্শনার্থী ও পাঠকরা। অধিকাংশের কাছেই ছাতা না থাকায় স্টলগুলোতে টানানো বড় পলিথিনের ছাউনি, পুলিশ কন্ট্রোল রুম, মেলায় তৈরি আশ্রয়কেন্দ্র, আশপাশের গাছ, মসজিদ, হোটেল ও কোনো কোনো স্টলের ভেতরেও অবস্থান নিতে দেখা যায়। তবে অনেকেই সাবধানতা অবলম্বনের সঙ্গে ছাতা নিয়েও এসেছেন।

তবে বৃষ্টিতে কোনো স্টলের বই ভিজে যাওয়ার খবর পাওয়া যায়নি।