১৫ কোটি টাকা সহায়তা পাবেন ২৬৪৩ শ্রমিক

ভোক্তাকন্ঠ ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে ২ হাজার ৬৪৩ জন শ্রমিক এবং তাদের পরিবারকে ১৫ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ২৪তম বোর্ড সভায় এ সহায়তার অনুমোদন দেওয়া হয়।

প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত দুরারোগ্য ব্যাধিতে মৃত এবং দুর্ঘটনায় নিহত ৭৯ জন শ্রমিকের পরিবারকে ৮৭ লাখ ৮০ হাজার টাকা, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং বিভিন্ন দুর্ঘটনায় আহত ২ হাজার ৩৩৯ জন শ্রমিকের চিকিৎসার জন্য ১২ কোটি ৬৩ লাখ ৫ হাজার টাকা, শ্রমিকের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্য ১৩১ জনকে শিক্ষা সহায়তা হিসেবে ৫৯ লাখ ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

সভায় বিভিন্ন দুর্ঘটনায় হতাহত ৯৪ শ্রমিকের জন্য ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা অনুমোদন দেওয়া হয়। জরুরিভিত্তিতে দেওয়া ৯৪ জন শ্রমিকের মধ্যে নারায়ণগঞ্জের হাসেম ফুড কারখানার ৮৬ জন শ্রমিক রয়েছেন। তাদের মধ্যে ৪৮ জন মৃত শ্রমিকের পরিবারকে ২ লাখ করে এবং আহত ৩৮ জনকে চিকিৎসার জন্য ৫০ হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বোর্ড সভায় সভাপতির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী অসহায় শ্রমিকদের কল্যাণে বছরান্তে লভ্যাংশের নির্দিষ্ট অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে দেওয়ার জন্য কোম্পানি মালিকদের উদ্বুদ্ধ করতে হবে ও আগ্রহী করে তুলতে হবে। এ জন্য মালিকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। এ তহবিলে জমার পরিমাণ যত বেশি হবে, সরকার তত বেশি অসহায় শ্রমিক এবং তাদের পরিবারকে সহায়তা করতে পারবে। এ জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত এ তহবিলে ২৩৭টি কোম্পানি তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ নিয়মিত জমা দিচ্ছে। বর্তমানে এ তহবিলে জমা রয়েছে ৭১২ কোটি টাকা। এর আগে গত জুনে ২৩তম বোর্ড সভায় ২ হাজার ৫৩০ জনকে ৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার টাকা অনুমোদন দেওয়া হয়েছিল।

মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল লতিফ খান, বস্ত্র ও পাট, শিল্প এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তসলিমা কানিজ নাহিদা, মো. লুৎফর রহমান, মাহবুবুর রহমান, বাংলাদেশ এমপ্লেয়ার্স ফেডারেশনের মহাসচিব ফারুখ আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন মিয়া, মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান সভায় উপস্থিত ছিলেন।