৩২ মাসে প্রশাসনে ১ লাখ ৪০ হাজার পদ সৃষ্টি করা হয়েছে

২০১৯ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত ৩২ মাসে সরকারি চাকরিতে ১ লাখ ৪০ হাজার ৮৬০টি পদ সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ তথ্য জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘সরকার রাইট ম্যান রাইট প্লেস নীতি নিয়ে কাজ করছে। এর মাধ্যমে দক্ষ, সৎ, নিষ্ঠাবান ও অভিজ্ঞ সরকারি কর্মকর্তাদের উপযুক্ত পদে পদায়ন করা হচ্ছে। এতে দেশ ও জাতি উপকৃত হচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার জনবান্ধব জনপ্রতিনিধি গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। একটি দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে উঠলে দেশ সমৃদ্ধ হবে, সরকার এটা বিশ্বাস করে।’

তিনি বলেন, ‘সরকার কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতাও নিশ্চিত করেছে। অপরাধ করে কেউ ছাড় পাচ্ছেন না। অপরাধ বা আইন ভঙ্গ করলে দোষী প্রমাণিত হলে শাস্তি দেওয়া হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মহামারির কারণে সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) আবেদন করার বয়সসীমা যাদের শেষ হয়েছে বা শেষ হতে যাচ্ছে, তাদের জন্য ২১ মাস ছাড় দিয়েছে সরকার।’

করোনা মহামারির কারণে সরকারি চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে না পারা সরকারের সব প্রতিষ্ঠানকে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চ ২০২০ নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, পেপারলেস অফিস বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে। কর্মকর্তা এবং কর্মচারীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি সেবা নিতে আসা জনসাধারণকে প্রশাসনের কর্মকর্তাদের ‘স্যার’বা ‘ম্যাডাম’বলে সম্বোধন করতে হবে, এমন কোনো নীতি নেই।

সেবা নিতে আসা জনগণের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের ভালো ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে ফরহাদ হোসেন বলেন, দুর্ব্যবহারও দুর্নীতির শামিল।