ফাইজারের টিকা দেশে আসছে আজ

মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনাভাইরাস প্রতিরোধী ফাইজারের প্রথম চালান কোভ্যাক্স থেকে বাংলাদেশে আসছে আজ রবিবার (৩০ মে)।

স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে পৌঁছাবে।’

তিনি আরও বলেন, ‘কবে নাগাদ এবং কারা এই টিকার আওতায় আসবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। টিকাদান সংক্রান্ত জাতীয় কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।’

গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাত দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, জুনের ২ তারিখে গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত এক লাখ ছয় হাজার কোভিড ভ্যাক্সিন বাংলাদেশে পাঠাবে বলে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় ১৩ কোটির বেশি মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে। কোভ্যাক্স থেকে ছয় কোটি ৮০ লাখ ডোজ টিকা পাওয়ার আশা করছে বাংলাদেশ।

Related posts:

টিসিবির পণ্য বিক্রি স্থগিতের ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী
৯ বছরের সর্বোচ্চ মূল্যবৃদ্ধির সম্ভাবনা পাম অয়েলের
বিশ্বে করোনা আক্রান্ত ২৯ কোটি ছাড়ালো, ২৪ ঘণ্টায় ৮ লাখের বেশি
ই-কমার্সের নিবন্ধন বাধ্যতামূলক,  উদ্বোধন অ্যাপ
ভোক্তা অধিদপ্তর:৯৩টি প্রতিষ্ঠানকে ৪.৯৪ লাখ টাকা জরিমানা
মে দিবস শ্রমজীবী সব মানুষের কাছে চির অম্লান হয়ে থাকবেঃ রাষ্ট্রপতি
অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে দেশের ২ লাখ ৬০ হাজার শিশু নিয়োজিত
বাজার তদারকিঃ ১৬৬ প্রতিষ্ঠানকে ৬.৩৭ লক্ষ টাকা জরিমানা
ইউপি নির্বাচনে একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের প্রায় ১৮ শতাংশ হেপাটাইটিস ভাইরাস আক্রান্ত