বস্তিতে করোনার টিকাদান শুরু কাল

বস্তিবাসীদের জন্য আগামীকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালিক।

সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) কোভিড টিকা পরিবহনে রেফ্রিজারেটর ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা প্রথমে মহাখালীর কড়াইল বস্তি থেকে টিকাদান কর্মসূচি শুরু করবো। ওখানে প্রায় তিন লাখ মানুষ বাস করে। তাদের দিয়েই শুরু করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বস্তিতে আমাদের কার্যক্রম শুরু হবে।

বস্তিবাসীর যাদের নিবন্ধন নেই তাদের কীভাবে টিকা দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এখানে উপস্থিতির ভিত্তিতেই যারা আসবে তাদের অন স্পটে নিবন্ধন করানো হবে। আমরা আগেও অনেক জায়গায় যারা নিবন্ধন করেনি তাদের এনআইডি অথবা জন্মনিবন্ধনের মাধ্যমেই নিবন্ধন করিয়ে টিকা দিয়েছি।

টিকা কর্মসূচির পরিচালক ডা. শামছুল আলম বলেন, এর আগে আমরা বিভিন্ন জায়গায় টিকাদান কর্মসূচি পরিচালনা করলেও বস্তি এলাকায় টিকাদান ঠিকভাবে দেওয়া হয়নি। এতদিন ক্যাম্পেইনের ভিত্তিতে আমরা টিকা দিয়েছি। তবে এবার আর ক্যাম্পেইন না করে আমাদের লক্ষ্য পুরো বস্তির সবাইকেই টিকার আওতায় নিয়ে আসা। এটা টানা চলবে যতদিন না শেষ হয়।

তিনি আরও বলেন, ওখানে মানুষ আছে তিন লাখ; তবে সেখানে তো অনেকে টিকা নিয়েছে। যারা নেয়নি তাদেরই আমরা টিকা দেবো। তবে অবশ্যই ১৮ বছর বয়সীদের দেওয়া হবে, এর নিচে নয়।

Related posts:

তথ্য-উপাত্তে জ্বালানি নিরাপত্তা
ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ আহত ১০
বাজেট ঘাটতি পূরণে বৈদেশিক উৎস অর্থায়নের উদ্যোগ নেওয়ার অনুরোধ এফবিসিসিআইয়ের
অবৈধ মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সুবিধাবঞ্চিতদের সহায়তায় এগিয়ে এলো শাওমি
দোকানপাট ১- ১০ জুলাই রাত ১০ টা পর্যন্ত খোলা রাখার প্রজ্ঞাপন
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয়ের উপর ১৫ শতাংশ কর আরোপ করায় প্রতিবাদ
এক থেকে দুই সপ্তাহ পর দরিদ্র মানুষের খাদ্য চরম সংকট দেখা দিবে: পিপিআরসি-বিআইজিডি
সঞ্চয়পত্র বিক্রি, ৩৫ হাজার কোটি টাকা নিতে চায় সরকার
ভারতে আটকে থাকা ১৫ নাবিককে ফেরাতে নৌপরিবহণ অধিদফতরের চিঠি