ওএমএস’র আটার দামও বাড়ল

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বেসরকারি পর্যায়ের পর এবার বাড়ল সরকারের খোলা বাজারে বিক্রি (ওএমএস) করা আটার দাম। এর মধ্যে খোলা আটার দাম প্রতি কেজিতে ৬ টাকা বাড়িয়ে ২৪ টাকা এবং প্যাকেট আটার দাম কেজিতে সাড়ে ৪ টাকা বাড়িয়ে দুই কেজি ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) ওএমএস কার্যক্রমে বিক্রি করা খোলা ও প্যাকেট আটার মূল্য পুনর্নির্ধারণ করে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, নতুন দাম আগামী রোববার (২০ নভেম্বর) থেকে কার্যকর হবে।

গমের আমদানি ব্যয় বাড়ার ফলে সাম্প্রতিক সময়ে বাজারে আটার দাম কয়েক দফা বেড়েছে। সর্বশেষ গত মঙ্গলবার কয়েকটি বিপণনকারী কোম্পানি আটার দুই কেজির প্যাকেটের মূল্য নির্ধারণ করেছে ১৪৪ টাকা। খোলা আটার দাম আগে থেকেই বাড়তি। মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকার মধ্যে।

অন্যদিকে সয়াবিন তেল ও চিনির দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলে ১২ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম কেজিতে ১৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন এই দাম বৃহস্পতিবার থেকেই কার্যকর।