৭১ ব্যক্তি-প্রতিষ্ঠান পেয়েছে চাল আমদানির অনুমতি

খাদ্য মন্ত্রণালয় থেকে ৭১ টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ১৮ হাজার মেট্রিক টন আতপ ও সিদ্ধ চাল আমদানির অনুমতি দিয়েছে।
নন বাসমতি সিদ্ধ চাল তিন লাখ ৬২ হাজার টন এবং আতপ চাল ৫৬ হাজার টন। চালে সর্বোচ্চ পাঁচ শতাংশ ভাঙা দানা
থাকতে পারবে। ৭১ ব্যক্তি প্রতিষ্ঠান

গত ১৮ আগস্ট এই ব্যাপারে বানিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। ৭১ ব্যক্তি প্রতিষ্ঠান

তবে চাল আমদানির ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলো হলো , প্লাস্টিকের বস্তায় আমদানি করা চাল বিক্রি করতে
হবে।

আমদানিকারকদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে পুরো চাল বাংলাদেশে বাজারজাতকরণ করতে হবে।বরাদ্দের অতিরিক্ত
আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু করা যাবে না। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে ফের প্যাকেটজাত করা
যাবে না বলেও শর্তে উল্লেখ করা হয়েছে।

১৫ দিনের মধ্যে লেটার অব ক্রেডিট-ঋণপত্র খুলতে হবে এবং এ সংক্রান্ত তথ্য বিল অব এন্ট্রিসহ খাদ্য মন্ত্রণালয়কে ই-মেইলে
তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এলসি খুলতে ব্যর্থ হলে বরাদ্দ বাতিল হয়ে যাবে বলেও
শর্ত দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

দাম স্থিতিশীল রাখতে শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। চাল আমদানি শুল্ক ও কর কমানোর অনুরোধ জানিয়ে
গত ৬ জুলাই এনবিআরকে চিঠি দেয় খাদ্য মন্ত্রণালয়।


এইচ এম || ভোক্তাকণ্ঠ

ভোক্তা অধিকার সংক্রান্ত সংবাদ দেখুন
আরো সংবাদ দেখুন: Eorange শপ থেকেও প্রতারিত হচ্ছে জনগণ, শতভাগ গণপরিবহন চলাচলে সড়কে ধীরগতি, ই-অরেঞ্জের মালিকদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, কারাগারে ই-অরেঞ্জের মালিকরা, অবশেষে লাপাত্তা ই-অরেঞ্জ অনলাইন শপ