খুলনার বাজারে ইলিশের দাম আকাশ ছোঁয়া

ভোক্তাকণ্ঠ ডেস্ক : খুলনার বাজারে ইলিশ এলেও দাম আকাশ ছোঁয়া। ৮০০ টাকার নিচে মিলছে না কোনো ধরনের ইলিশ। তবে অন্যান্য মাছ-সবজিতে কিছুটা স্বস্তি রয়েছে। আলু-পেঁয়াজের বাজার আগের মতোই। কোনো নিয়ন্ত্রণ নেই এ দুটি পণ্যে।

নগরীর টুটপাড়া জোড়াকল, রূপসা ও ময়লাপোতা সন্ধ্যা বাজার ঘুরে দেখা যায়, সাইজ অনুপাতে ৮০০ টাকা থেকে ১৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ মাছ।

ওই বাজারের মাছ বিক্রেতা গোলাম হাবিব বলেন, বছরে কয়েক দফা নিষেধাজ্ঞার পর এ সময়টায় কিছু ইলিশ বাজারে আসে। তবে দাম বেশি। ক্রেতারা ইলিশ কিনতে এসে অন্য মাছ কিনে চলে যান।

মিস্ত্রিপাড়া বাজারের মাছ বিক্রেতা নিয়ামত বলেন, বাজারে ১৮০-২৫০ টাকার মধ্যে ভালো রুই, কাতলা আর মৃগেল মাছ পাওয়া যাচ্ছে। তেলাপিয়া ও পাঙাশ মাছের দামও ১৫০-২০০ টাকার মধ্যে।

মিস্ত্রিপাড়া বাজারের ব্যবসায়ী আহাদ বলেন, বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায় ও ১৩০ টাকায়। শনিবার বিক্রি হয়েছিল ১০০ টাকা।

এদিকে নগরীর রূপসা বাজারে সবজি বিক্রেতা মোশাররফ জানান, পেঁয়াজ ও আলুর বাজার ভালো না হলেও সবজি বাজারের স্বস্তি বজায় রয়েছে। ৩০-৫০ টাকা কেজি ধরে পাওয়া যাচ্ছে শীতকালীন সবজি। বাজারে ফুলকপি, মুলা, বাঁধাকপি আসায় সবজির দাম কমছে।