প্রাইভেট অটোরিকশায় ‘ভাড়ায় যাত্রী পরিবহন’ বন্ধের দাবি

ভোক্তাকন্ঠ ডেস্ক: সিএনজি ও পেট্রোলচালিত ফোরস্ট্রোক থ্রি হুইলার সার্ভিস নীতিমালা ২০০৭ এর বিধান লঙ্ঘন করে সিএনজিচালিত প্রাইভেট অটোরিকশায় যাত্রী পরিবহন এবং জেলার নিবন্ধিত অটোরিকশার মেট্টো এলাকায় অবৈধ চলাচল বন্ধ করাসহ ৯ দফা দাবি জানিয়েছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিষদের আহ্বায়ক মুহা. শাহ্আলম।

পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর এলাকায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী পেশাদার চালকদের মধ্যে বরাদ্দ করা ৫ হাজার সিএনজিচালিত অটোরিকশা ও চট্টগ্রাম মহানগর এলাকার জন্য ৪ হাজার অটোরিকশার নিবন্ধন প্রক্রিয়া অবিলম্বে বাস্তবায়ন করা; সিএনজিচালিত অটোরিকশার ভাড়া প্রথম দুই কিলোমিটার ৮০ টাকা, পরবর্তী কিলোমিটার প্রতি ৩০ টাকা এবং ওয়েটিং চার্জ প্রতি মিনিট ৪ টাকা করে গেজেট প্রকাশ করা; দরিদ্র চালকদের জন্য যেকোনো মামলার ক্ষেত্রে জরিমানা ৫০০ টাকার বেশি না করা; বিআরটিএর খেয়াল খুশিমতো মোটরযানের অপরিকল্পিত রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ করা; সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজিচালকদের নির্ধারিত ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার খরচ ঝামেলামুক্ত ভাবে দ্রুত পাওয়ার নিশ্চয়তা দেওয়া; সিএনজিচালিত অটোরিকশা মালিকদের নিজ নিজ অটোরিকশা চালকদের ছবি সংযুক্তসহ পূর্ণ বিবরণ সম্বলিত প্রত্যয়নপত্র দেওয়া; মোটরসাইকেলের বাণিজ্যিক ব্যবহার বন্ধ করা এবং মালিকের অতিরিক্ত জমা নেওয়া বন্ধ করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী, সদস্য সচিব ফারুক হোসেন প্রমুখ।